সারা দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন সরকারি অফিস ও আবাসিক ভবনসমুহের চারদিকে মশার প্রজননস্হল ধ্বংস করে পরিবেশগত ব্যবস্হাপনার মাধ্যমে মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে এই সফটওয়্যরটি অন্যতম যার মাধ্যমে যেকোন সচেতন নাগরিক উক্ত অধিদপ্তরের অধিক্ষেত্রভূক্ত যেকোন সরকারি অফিস ও আবাসিক ভবনসমূহের চারপাশে মশার প্রজনন ধ্বংশের জন্য সেসব স্থানের ছবি আপলোড করে সংশ্লিষ্ট গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীকে তাৎক্ষনিকভাবে অবহিত করতে পারবেন এবং একই সাথে ডেঙ্গু বিস্তার রোধে যেসব ব্যবস্থা নেয়া প্রয়োজন সেগুলো তার পর্যবেক্ষণ সহকারে অভিযোগ আকারে প্রেরণ করতে পারবেন। তাঁর এই অভিযোগের প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক গৃহীত ব্যবস্হা উক্ত ডাটাবেজে সংরক্ষনের পাশাপাশি অভিযোগকারীকেও অবহিত করা হবে।
কীভাবে তথ্য দিবেন
প্রথমত আপনি আপনার নাম এবং মোবাইল নম্বরটি লিখুন যা বাধ্যতামূলক তথ্য
দ্বিতীয়ত আপনি যদি ঢাকা মেট্রোপলিটনের ভিতরে হন তাহলে ”ঢাকা মেট্রোপলিটনের ভিতরে” রেডিও বাটনটি সিলেক্ট করে নিচের বক্স থেকে আপনার এলাকা নির্বাচন করুন অথবা ঢাকা মেট্রোপলিটনের বাহিরে হলে "ঢাকা মেট্রোপলিটনের বাইরে" রেডিও বাটনটি সিলেক্ট করে নিচের বক্স থেকে আপনার জেলা নির্বাচন করুন
গণপূর্ত অধিদপ্তর কর্ত্ক রক্ষনাবেক্ষনকৃত এলাকা যেখানে ডেঙ্গু মশার লার্ভা অথবা ময়লা আর্বজনা দেখা যাচ্ছে সেই স্থানটির নাম লিখুন
স্থানটির বর্তমান অবস্থা সম্পর্কে লিখুন এবং উক্ত জায়গাটি পরিস্খারকরনে আপনার সুচিন্তিত মতামত লিখুন
স্থানটির কয়েকটি ছবি তুলে আপলোড করুন (সর্বোচ্চ ৫টি)